শরীয়তপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন


সংবাদের আলো ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জে শ্যালকের হাতে জাফর সরদার (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ডিএমখালি ইউনিয়নের সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর সরদার ওই এলাকার শাহ-আলম সরদারের ছেলে। তিনি বাক প্রতিবন্ধী ও পেশায় একজন গার্মেন্টসকর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছর আগে সরদার কান্দি এলাকার জাফর সরদারের পারিবারিকভাবে বিয়ে হয় পাশের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ফজলুল হক হাওলাদার কান্দি এলাকার মোখলেস প্রামাণিকের মেয়ে ফাতেমার। ফাতেমার ভাই স্বপন আহম্মেদ শাওন বেশকিছু ধরে মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করে সে। এ ঘটনায় শুক্রবার দিনগত রাতে শাওনের বাড়িতে এক দরবার সালিস বসে এবং সালিসি শেষে বোনের সাথে বোনের শশুর বাড়ি চলে আসেন।রাতের বেলা স্বপন তার দুলাভাই জাফর সরদারের সাথে ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোরবেলা দুলাভাইয়ের মাথায় মসলা বাটার পাটা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে রুমে প্রবেশ করে জাফর সরদারকে বিছানায় রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে স্থানীয়রা স্বপনকে আটক করে পুলিশের হাত তুলে দেয়। এই বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।