মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

“আমাদের বেলকুচি” ফেসবুক গ্রুপের উদ্যেগে অসহায় কামরুল ইসলামকে অটো ভ্যান প্রদান

"আমাদের বেলকুচি" ফেসবুক গ্রুপের উদ্যেগে অসহায় কামরুল ইসলামকে অটো ভ্যান প্রদান - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে “আমাদের বেলকুচি” ফেসবুক গ্রুপের উদ্যেগে পৌর এলাকার বয়ড়াবাড়ি গ্রামের কামরুল ইসলাম (৩৭) কে একটি অটো ভ্যান প্রদান করা হয়েছে। কামরুল ইসলামের নিজের অটো ভ্যান ছিলো না, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার অভাবের সংসার । ভাড়ায় চালিত ভ্যান চালিয়ে দিনশেষে ভ্যানের জমার টাকা দেওয়ার পর তার নিজের চলার মতো তেমন আর কোনো টাকা থাকতো না । কামরুল ইসলাম সারাদিন যা আয় করে তা থেকে ভ্যানের জমার টাকা দেওয়ার পর স্ত্রীসহ দুই সন্তান নিয়ে সংসার চালানো ও কিস্তির টাকা দেওয়া তার পক্ষে কষ্টকর হয়ে গিয়েছিলো। এমন অসহায় কামরুল ইসলামের জীবন যাপন দেখে “আমাদের বেলকুচি” ফেসবুক গ্রুপের এডমিনরা উদ্যেগ নেন তার পাশে তাড়াতে।

“আমাদের বেলকুচি” ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা সংগ্রহ করে মঙ্গলবার (২৮শে জুন) দুপুরে গ্রুপের এডমিনদের উপস্থিততে অসহায় কামরুল ইসলামের কাছে অটো ভ্যান প্রদান করেন।

“আমাদের বেলকুচি” ফেসবুক গ্রুপ থেকে অটো ভ্যান পেয়ে ভ্যান চালক কামরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের চোখে-মুখে স্বচ্ছলতার হাসি লক্ষ্য করা গেছে। এখন থেকে কামরুল ইসলাম পরিবার নিয়ে শান্তিতে ডাল-ভাত খেয়ে হলেও জীবন যাপন করতে পারবে।

ভ্যান তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন “আমাদের বেলকুচি” গ্রুপ অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দ ও চালা ইসলামিয়া দারুল হিফজ ও কওমী মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি মাওলানা মোঃ শফিকুল ইসলাম সহ ফজলে রাব্বি প্রামাণিক প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়