রাউজান উত্তর গুজরায় অগ্নিকাণ্ড,পুড়ে ছাই তিন বসতঘর
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন বসতঘরসহ দুই গবাদি পশু। ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে আব্দুল বারীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা,ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো,মৃত আব্দুল বারীর পুত্র মোহাম্মদ শাবু আল,মোহাম্মদ খোরশেদ আলম এবং মৃত আহমদ কবীরের পুত্র মো. হানিফের পরিবার।স্থানীয় সাংবাদিক যীশু সেন জানান,দ্রুত সময়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া আগুনে দুইটি গবাদি পশু পুড়ে গেছে। এতে তিনটি পরিবারের প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উল্লেখ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোহাম্মদ শাহাবু আলম বলেন, আগুনে আমার দুটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়।দুটির বর্তমান বাজারমূল্য তিন লাখ টাকা।
এছাড়া ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা,৬০ আড়ি ধানসহ আসবাপত্র,প্রয়োজনীয় সব মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। হঠাৎ করে আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।