বিএনপি ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না: টুকু
সংবাদের আলো ডেস্ক: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোন বেকার থাকবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বেকার দূর করার জন্য প্রত্যেক তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর তাদের চাকরি না হওয়ার আগ পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। সবাইকে উন্নয়নের হাত হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাহমুদপুর মহল্লায় চায়ের আড্ডায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যার মাধ্যমে সুদবিহীন ঋণের মাধ্যমে তারা হাঁস-মুরগীসহ অন্যান্য ছোট খামার গড়ে তুলতে পারবে। কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডও বিতরণ করা হবে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠান করা হবে।
বিএনপি নেতা আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশ ঋণের বোঝায় ভরপুর। বর্তমানে একজন ছেলে-মেয়ে জন্মগ্রহণ করলে ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহন করে। তারেক রহমানের নেতৃত্ব দেশকে ঋণ থেকে মুক্ত করতে হবে।
নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়ন হলে বিভিন্ন উন্নয়ন কল্যাণমূলক হাতে নেওয়া হবেও জানান তিনি।
এসময় চা আড্ডায় নগর বিএনপির সভাপতি সেলিম রেজা ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।