বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচির সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেক আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেক সরকার বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্বিয়-স্বজন ও গুণগাহি রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। মরহুম আব্দুল খালেক মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামের মৃত জুরান আলী সরকারের ৪র্থ ছেলে ও বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আজিজল হক সরকারের ছোট ভাই। সে ৮০ দর্শকে ছাত্র জীবনে সিরাজগঞ্জ বিএ কলেজ ছাত্রদলের নেতা ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়