শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিশ্বজুড়ে ৭৯টি কনসার্টের ঘোষণা বিটিএসের

সংবাদের আলো ডেস্ক: আন্তর্জাতিক কে-পপ আইকন বিটিএস দীর্ঘ ছয় বছর পর তাদের নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর আয়োজনের ঘোষণাও দিয়েছে তারা। 

আগামী এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার গোয়াং শহর থেকে শুরু হবে তাদের এ ট্যুর। যা চলবে ২০২৭ সাল পর্যন্ত। ট্যুরের আওতায় পাঁচটি মহাদেশে মোট ৭৯টি কনসার্ট আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। 

এর আগে ২০২১ সালে সাময়িক বিরতি নেয় বিটিএস। দলের প্রত্যেক সদস্য (রিম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি, জুং কুক) দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করতে পারে।

এদেকে গত কয়েক মাস থেকেই এ ব্যান্ডটি প্রত্যাবর্তনের সংকেত দিচ্ছিল। এবার এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘আমরা সেই একই উদ্দীপনা এবং মানসিকতা নিয়ে অ্যালবামটির দিকে এগোচ্ছি, যা আমরা শুরু করার সময় অনুভব করেছিলাম।’

বিটিএসের বিশ্ব ট্যুরের তারিখসমূহ: 

২০২৬

এপ্রিল ৯, ১১-১২: গোয়াং, দক্ষিণ কোরিয়া

এপ্রিল ১৭-১৮: টোকিও, জাপান

এপ্রিল ২৫-২৬: টাম্পা, যুক্তরাষ্ট্র

মে ২-৩: এল পাসো, যুক্তরাষ্ট্র

মে ৭, ৯-১০: মেক্সিকো সিটি, মেক্সিকো

মে ১৬-১৭: স্ট্যানফোর্ড, যুক্তরাষ্ট্র

মে ২৩-২৪, ২৭: লাস ভেগাস, যুক্তরাষ্ট্র

জুন ১২-১৩: বুসান, দক্ষিণ কোরিয়া

জুন ২৬-২৭: মাদ্রিদ, স্পেন

জুলাই ১-২: ব্রাসেলস, বেলজিয়াম

জুলাই ৬-৭: লন্ডন, যুক্তরাজ্য

জুলাই ১১-১২: মিউনিখ, জার্মানি

জুলাই ১৭-১৮: প্যারিস, ফ্রান্স

আগস্ট ১-২: ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র

আগস্ট ৫-৬:ফক্সবোরো, যুক্তরাষ্ট্র

আগস্ট ১০-১১: বাল্টিমোর, যুক্তরাষ্ট্র

আগস্ট ১৫-১৬: আর্লিংটন, যুক্তরাষ্ট্র

আগস্ট ২২-২৩: টরন্টো, কানাডা

আগস্ট ২৭-২৮: শিকাগো, যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বর ১-২, ৫-৬: লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

অক্টোবর ২-৩: বোগোটা, কলম্বিয়া

অক্টোবর ৯-১০: লিমা, পেরু

অক্টোবর ১৬-১৭: সান্তিয়াগো, চিলি

অক্টোবর ২৩-২৪: বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা

অক্টোবর ২৮, ৩০-৩১: সাও পাওলো, ব্রাজিল

নভেম্বর ১৯, ২১-২২: কাওহসিয়ুং, তাইওয়ান

ডিসেম্বর ৩, ৫-৬: ব্যাংকক, থাইল্যান্ড

ডিসেম্বর ১২-১৩: কুয়ালালামপুর, মালয়েশিয়া

ডিসেম্বর ১৭, ১৯-২০, ২২: সিঙ্গাপুর

ডিসেম্বর ২৬-২৭: জাকার্তা, ইন্দোনেশিয়া

২০২৭

ফেব্রুয়ারি ১২-১৩: মেলবোর্ন, অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০-২১: সিডনি, অস্ট্রেলিয়া

মার্চ ৪, ৬-৭: হংকং

মার্চ ১৩-১৪: ম্যানিলা, ফিলিপাইন

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়