শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট প্রসঙ্গে বলেছেন, গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না। জনগণের দায়িত্ব ভোট দেয়া। গণভোট হচ্ছে হ্যা বা না। জনগণ যা করে তাই হবে। 

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের নিজবাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। এদেশে যা কিছু ভাল সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা; সবই বিএনপি করেছে। বিএনপি ৩১ দফার মাধ্যমে তা নিশ্চিত করেছে। এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে।

মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক স্পষ্ট জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে আমরা একমত পোষণ করি একইসঙ্গে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যমে সমাধান করা উচিত। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়