বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের শোক পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব শোক পালন করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের হলরুমে জরুরী বৈঠক ডেকে সকল সদস্যদের সাথে নিয়ে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। এসময় তার বর্নাঢ্য জীবনী উপস্থাপন করা হয়। পরে প্রেসক্লাবের সকল সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় দারিয়ে নিরবতা পালন করা হয়।

এসময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম এ মুসা, সাংবাদিক পারভেজ আলী, রাজ্জাক বাবু, সবুজ সরকার, ফারুক সরকার, খন্দকার মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, সেরাজুল ইসলাম, আল আমিন, টুটুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়