সরিষা চাষে বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা
মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়ায় এবার সরিষা চাষে ভালো ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। সরিষা ফুলে কৃষকদের মুখে হাসির ঝলকানির দেখা মিলেছে। ভাল ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য পেলে সোনায় সোহাগা পেয়ে যাবেন এ অঞ্চলের কৃষক কৃষাণী।
গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার পুর্ণিমাগাঁতী ,সলঙ্গা, রামকৃষ্ণপুর, বাঙ্গালা,বড়পাঙ্গাসী,উধুনিয়া এবং মোহনপুর ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে এবার সরিষা চাষ করা হয়েছে।
সরিষার হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে এসব মাঠ। হলুদের সমারোহে অপরুপ সৌন্দর্য বিরাজ করছে এসব অঞ্চল। ভ্রমর প্রজাপতি মৌমাছি সহ বিভিন্ন কীটপতঙ্গের গুঞ্জন একে আরও সুশোভিত করে তুলেছে। তুলনামূলক কম সময়ের এবং লাভ জনক এ ফসল কৃষকদের অনেকটাই আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে। তাছাড়া এ ফসলের জমিতে যে সার বিষ প্রয়োগ করা হয় তা পরবর্তী ফসলের জন্যও কর্মক্ষমতা ধরে রাখে।
এবার বৃষ্টি ও শীতের প্রকোপ কম থাকায় এ পর্যন্ত সরিষায় রোগবালাই নাই বললেই চলে জানান উধুনিয়ার কৃষক রস্তম আলী। এ অবস্থা বিরাজমান থাকলে এবং ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমন থেকে রক্ষা পেলে সরিষায় এবার ভাল ফলন হবে ন্যায্য মূল্য পাবেন এমনটাই আশা করছেন কাসেম বিল অঞ্চলের কৃষক আবুল হোসেন ও নজরুল ইসলাম।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।