সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

উ‌লিপুর(কু‌ড়িগ্রাম) প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় মো. মিলন মিয়া, সাং সাদুল্যা, গ্রাম রসুলপুর, ইউনিয়ন তবকপুর—কে হাতেনাতে আটক করা হয়। সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই দিনে দুর্গাপুর ইউনিয়নে পরিচালিত অপর একটি মোবাইল কোর্টে ফসলি জমি থেকে মাটি কাটার সময় মো. আলবি হোসেন, সাং মহরাবহর, গ্রাম শাহবাজপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজিপুর—নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে আজকের দুইটি মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, ফসলি জমি রক্ষা, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়