আটপাড়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রব ওরফে কাওসার আলমন (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করলে রাকিব হাসান নামের একজনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ।
এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) ইকবাল হোসেন গ্রুপ ও স্থানীয় কাছু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে গ্রামের সামনে ধানক্ষেতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে দুই গ্রুপের ২০ আহত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে।
আহতদের মধ্যে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি থাকা আব্দুর রব ওরফে কাওসার আলমন (৩৩) নামের একজন শুক্রবার সকালে মারা যান। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রব ওরফে কাওসার আলমন নামের একজনের মৃত্যু হয়েছে৷ এবং এ ঘটনায় মামলা হয়েছে এবং করারধুপ গ্রামের রাকিব (২২) নামের একজন কে গ্রেফতার করা হয়েছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।