সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতায় সাংবাদিক আলমগীর কবির পেলেন “সম্মাননা সনদ”
আলমগীর কবির,ফরিদপুর প্রতিনিধি: দৈনিক ফরিদপুর পত্রিকার প্রধান কার্যালয়ে আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির কে ‘সম্মাননাপত্র’ প্রদান করা হয়েছে। দীর্ঘ ৩০ বছরের বেশী সময় ধরে সাংবাদিকতা চর্চায় বৈধ উপার্জনে জীবিকা নির্বাহ করছেন। আমাদের পর্যবেক্ষণে তিনি পৈতৃকসূত্রে প্রাপ্ত পরিমানের অধিক অর্থ-সম্পদ বৃদ্ধিতে সক্ষম হয়নি। পর্যবেক্ষকদের দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে যে, তিনি এখনও পেশাগত সততা থেকে বিচ্যুত হয়নি নিজ এলাকা ও জনকল্যাণে মোঃ আলমগীর কবির সততাপূর্ণ সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও পেশাগত কাজে সততার পাশাপাশি বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের জন্য আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির কে এই সম্মামনাপত্র সনদ প্রদান করা হয়।
তিনি মহান পেশার কর্মক্ষেত্রে সফল বিচরণ করে প্রায় ৩৫ বছরের সাংবাদিকতায়, সাপ্তাহিক চন্দনা, দৈনিক গণসংহতি ও দৈনিক খবর পত্রিকায় জড়িত ছিলেন, বর্তমানে দৈনিক নতুন সময়, দৈনিক মানবজমিন এবং দৈনিক ফরিদপুর সংবাদপত্রে কর্মরত আছেন।
ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট একেএম আকিদুল ইসলাম বলেন, আলমগীর কবির আমাদের প্রত্যাশা, আপনার সাংবাদিকতাজীবনে সম্পাদিত কার্যাদি দেশ-জাতির সুন্দর ও উন্নত জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখবে, এতে নিজের অবস্থান সুপ্রতিষ্ঠিত ও গৌরবমন্ডিত হবে,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকতায় সততা ও স্বচ্ছতা এবং নিরপেক্ষতার কারণে তাকে ফরিদপুর জেলার নিম্নলিখিত সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা পত্র প্রদান করা হয়।
ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সাদেক আলী হোসেন নান্নু বলেন,উক্ত সম্মাননা পত্রটি প্রদান করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আলমগীর কবির তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, সততা ও স্বচ্ছতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের সত্যকে তুলে ধরাই ছিল তাঁর আজীবন লক্ষ্য।
প্রতিটি প্রতিবেদনে তিনি চেষ্টা করেছেন যেন পাঠকরা তথ্যের সঠিক রূপ পান, কোনো পক্ষপাত বা বিভ্রান্তি ছাড়াই। তাঁর এই নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে বিভিন্ন সংগঠন তাঁকে বিশেষ সম্মাননা পত্র প্রদান করেছে। এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শের প্রতি তাঁর অটল বিশ্বাসের স্বীকৃতি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।