মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে শেরনগর গ্রামবাসীর উদ্যোগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: দেশ মাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর (পূর্বপাড়া) গ্রামবাসীর উদ্যোগে শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে দেশবরেণ্য কীর্তনিয়াদের নিয়ে শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।  শনিবার এবং রবিবার মহানাম ও সোমবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।

অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী বীরেন হালদার বলেন, ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে নাম সুধা পরিবেশনায় ৬টি কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন ও লীলা কীর্তনে দেশবরেণ্য ৩টি কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন। এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন ঢাকার স্বপন কৃষ্ণ দাস, বগুড়ার সুবর্ণা রাণী সরকার, চাপাইনবাবগঞ্জের পঞ্চানন পান্ডে।

এবার এ অনুষ্ঠানে জেলাসহ আশপাশের জেলার প্রায় চার হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনীতি, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহন করে।  অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রগুনাথ হালদার বলেন, আমরা খুব আনন্দ মুখর ভাবে অনুষ্ঠানটি করতেছি। আমাদের এই অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা ও উৎসব মুখর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করছেন। দেশ মাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় আমাদের এই কীর্তনের আয়োজন।

অষ্টকালীন লীলা কীর্তন আয়োজক কমিটির সহ-সভাপতি শ্রী অতুল হালদার বলেন, এখানে দেশ বরেণ্য কীর্তনীয়া দল আশায় বেলকুচি ও জেলার আশপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এসেছে। এখানে অনেক সুষ্ঠ, সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়