গাজীপুর -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। উপজেলার সফিপুর বাজার নিশ্চিতপুর দোকানপাড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৌর যুবদলের নেতা শাকিল মন্ডলের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা মামুন সরকার, হিরা সরকার, সাগর আহমেদ, নুরিসলাম মিয়া, সুমির খন্দকার সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় মশাল মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন মশাল মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিন করে সফিপুর বাজার এলাকায় এসে শেষ হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।