কালিয়াকৈরে বৈদ্যুতিক টান্সফরমার চুড়ি করতে গিয়ে যুবকের মৃত্যু
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক অজ্ঞাত যুবকের(৩৫) মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এখনো নিহত ওই যুবকের পরিচয় সনাক্ত হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় চন্দা ডাইনকিনি এলাকার নাগ্রা গার্মেন্টেস এর পিছনে একটি বৈদ্যুতিক ঘুটির নিচে ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি কালিয়াকৈর থানায় অবগত করলে ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর দাবি বুধবার রাতের যে কোন সময় ওই যুবক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে সট সার্কিটে তার মৃত্যু ঘটে।
নিহতের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যাওয়ার ক্ষত চিহৃ রয়েছে। তবে এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্ঠা চলছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।