বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাতে পৃথক দুটি বিওপির আওতাধীন এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।

রাত আনুমানিক সাড়ে ৮টায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন কুরুষা ফেরুষা এলাকায় অভিযান চালিয়ে ১ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজাসহ মো. সোহেল (৩০) নামে একজনকে আটক করা হয়। এছাড়া একইদিন রাত ৭টার দিকে বালারহাট বিওপির আওতাধীন বালাতাড়ি এলাকায় পরিচালিত অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মদর আলী (৪০) নামে আরেকজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৮ হাজার ৫৫০ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়