সাবেক ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: ভ্রাম্যমাণ আদালতে মামুন হোসেনের ৭০ হাজার টাকা জরিমানা
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাবেক ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: ভ্রাম্যমাণ আদালতে মামুন হোসেনের ৭০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা’র স্বাক্ষর জাল করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মো. মামুন হোসেন। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
তিনি জানান, স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় যে চৌপাকিয়া এলাকায় সাবেক ইউএনও সুইচিং মং মারমা’র স্বাক্ষর জাল করে একটি অনুমতিপত্র তৈরি করা হয়েছে। ওই কাগজ দেখিয়ে রাতের অন্ধকারে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পাওয়া গেলে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পরে একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয় এবং জাল দলিল ব্যবহার করে পুকুর খননের দায়ে মামুন হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও নুসরাত জাহান আরও বলেন, অভিযানের সময় খননযন্ত্রের ব্যাটারি খুলে জব্দ করা হয়েছে। অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।