বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

দলটি থেকে ঢাকা-১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ তাসনিম জারা, রংপুর-৪ আখতার হোসেন, পঞ্চগড়-১-এ সার্জিস আলম, কুমিল্লা-৪ আসন থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, নির্বাচন করবেন।

এনসিপির প্রার্থীদের গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনের আহ্বান জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী—তারা যদি এনসিপির প্রার্থী হয়ে যান, তাদের প্রার্থীতা বাতিল করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি জামাতের বিদ্রোহী প্রার্থী, কিন্তু সংস্কারের পক্ষে, তাদের এনসিপির প্রার্থী করা হবে। দ্বিতীয় ধাপে তাদের তালিকা প্রকাশ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়