সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাসিরনগরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, দুই লক্ষ টাকা জরিমানা,

মো: সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি: রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় রিপন ব্রিকস ফিল্ডকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধে ১ লক্ষ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময় রিপন ব্রিকস ফিল্ডের পাশে কৃষি জমিতে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য জমির উপরি-স্তর কর্তনের জন্য এক ব্যক্তিকে ০১ লক্ষ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ০২ লক্ষ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। অভিযানকে সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, ফান্দাউক এলাকার রিপন ব্রিকস কে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করা হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়