বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মানিকের !

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মানিক মন্ডলের। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। বুধবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে পাবনার চাটমোহর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তিনি ২০১৪ সালে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী একই বছরের ১ সেপ্টেম্বর বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা দেন।

এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিল ধরাছোঁয়ার বাইরে। গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকরি করতেন মানিক। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিক মন্ডলকে আটক করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়