বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৩ বছর পর ইনজুরি নিয়ে খেলেও ১৭ মিনিটে নেইমারের হ্যাটট্রিক

সংবাদের আলো ডেস্ক: নেইমার আবারও নায়ক হয়ে উঠলেন। জুভেনতুদের মাঠে হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের দারুণ এক জয়।

অবনমন শঙ্কায় কাঁপতে থাকা সান্তোসকে বাঁচাতে ইনজুরির ঝুঁকি নিয়েই মাঠে নেমেছিলেন নেইমার। আর সেই ঝুঁকিই কাল শেষ পর্যন্ত সুফল দিল। তিন বছর পর দারুণ এক হ্যাটট্রিকে নিজের শৈশবের ক্লাবকে জয়ে ভাসালেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এই জয়ে ‘মুক্তির’ আরও কাছে চলে গেল সান্তোস।

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। দলের তিনটি গোলই এসেছে নেইমারের পা থেকে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে দলটি।

৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে সান্তোসের সংগ্রহ ৪৪ পয়েন্ট। অবস্থান ১৪ নম্বরে। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে দলটি।

গত সপ্তাহে ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে ক্লাব সূত্র জানিয়েছিল, ৩৩ বছর বয়সী নেইমারের মৌসুম শেষে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়েই তিনি সান্তোসের শেষ দুই ম্যাচে খেলছেন।

২০২২ সালের এপ্রিলের পর এটাই নেইমারের প্রথম হ্যাটট্রিক। শেষবার পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

জুভেন্তুদের বিরুদ্ধে ৫৬ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের প্রথম গোলটি করেন নেইমার। এরপর ইগর ভিনিসিউসের ক্রসে পা ছুঁইয়ে দ্বিতীয়বার জালে বল জড়ান। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পূর্ণ করেন ক্যারিয়ারের আরেকটি হ্যাটট্রিক। ৮৩ মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। শেষ দুই ম্যাচে নেইমারের গোল সংখ্যা দাঁড়াল ৪। চলতি মৌসুমে ১৮ ম্যাচে তার গোল ৮টি, অ্যাসিস্ট ১টি।

আগামী রোববার (৭ ডিসেম্বর) ক্রুজেইরোর বিপক্ষে ব্রাজিল লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলবে সান্তোস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়