মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদীর গভীর উদ্বেগ প্রকাশ

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৯টা ৫৬ মিনিটে নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেয়া এক বার্তায় মোদী লিখেছেন, বাংলাদেশের জনজীবনে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি। তার আশু রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করি। যে কোনো প্রয়োজনে ভারত সবরকম সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত।

খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়