মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে মাধাইনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় মাধাইনগর ইউনিয়নের পৌষাঢ় হাইস্কুল মাঠে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে ইউনিয়ন যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ‎ ‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ‎ ‎নেতাকর্মীরা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন।

তার শারীরিক অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” ‎ ‎আয়োজক হাফিজুর রহমান বলেন, ‎“আমরা সবাই দেশের আপামর মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে আবারও দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।” ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন।

‎এছাড়া উপস্থিত ছিলেন পৌষাঢ় ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আফছার আলী, ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মন্টু, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। ‎ ‎দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়