তাড়াশে মাধাইনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় মাধাইনগর ইউনিয়নের পৌষাঢ় হাইস্কুল মাঠে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে ইউনিয়ন যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন।
তার শারীরিক অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” আয়োজক হাফিজুর রহমান বলেন, “আমরা সবাই দেশের আপামর মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে আবারও দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌষাঢ় ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আফছার আলী, ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মন্টু, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।