ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী
এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারার ফুডল্যান্ড ক্যাফেতে ভেড়ামারায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হোন ও মতবিনিময় করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
এ সময় তিনি এলাকার নানা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা, স্থানীয় প্রশাসনের কার্যক্রম এবং জনগণের অগ্রগতি নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। তিনি সাংবাদিকদের ভূমিকাকে গুরুত্ব দেওয়া এবং সত্য ও নির্ভুল সংবাদ প্রচারের ওপর জোর দেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমে জনগণ সত্য জানতে পারে। তাই সাংবাদিকদের স্বাধীনতা এবং নৈতিক দায়িত্ব অক্ষুণ্ণ রাখা খুবই জরুরি।”
স্থানীয় সাংবাদিকেরা বলেন, মতবিনিময় সভা আমাদের জন্য শিক্ষণীয় ছিল। তিনি সাংবাদিকদের প্রতি সহযোগিতা এবং তাদের কাজের গুরুত্ব স্বীকৃতি দিয়েছেন।
ভেড়ামারায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।