বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯২, সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুশফিক

সংবাদের আলো ডেস্ক: ঢাকা টেস্টের প্রথম দিন যেন পুরোটা সময় বাংলাদেশের ব্যাটসম্যানদের মঞ্চেই কাটল। দিনের শেষ আলো নিভে যাওয়ার সময় স্কোরকার্ডে বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে ২৯২ রান। আবারও সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে মুশফিকুর রহিম, আর তার পাশে লিটন দাস আছেন অর্ধশতকের অপেক্ষায়।

৩ উইকেটে ১৯২ রান নিয়ে চা বিরতির পর দিনের শেষ সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরেই ফিফটি তুলেছেন মুশফিকুর রহিম। দলের ২০২ রানের মাথাতে ১২৮ বলে ৬৩ রান করে থেমেছেন মুমিনুল হক। এরপর লিটন দাসকে সাথে নিয়ে এগিয়েছেন মুশফিক।

ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়েছেন মুশফিক এবং লিটন দাস। সুযোগ বুঝে বের করেছেন বাউন্ডারি। উইকেটের চারপাশে দারুণ সব শটে তুলেছেন রান। ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে এগিয়েছেন মুশফিক। অন্যদিকে লিটন ছুটেছেন ফিফটির দিকে।

আয়ারল্যান্ডের বোলিং আক্রমণ বাংলাদেশ ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। পুরো দিনে দলের চারটি উইকেটই তুলে নিয়েছেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। তবে এক প্রান্তে উইকেট এলেও অন্য প্রান্তে বাংলাদেশ ব্যাটারদের প্রয়াসে স্কোরবোর্ড থামেনি।

এই ম্যাচটি দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানের জয় নিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই ১–০ ব্যবধানে এগিয়ে। মিরপুরে প্রথম দিনের ব্যাটিং দেখে মনে হচ্ছে, সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিয়ন্ত্রণ ধরে রাখার দিকে এগোচ্ছে স্বাগতিকরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়