শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশরাফুলকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শান্ত

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে ব্যাট হাতে প্রথম আলো ছড়ানো নাম মোহাম্মদ আশরাফুল। অভিষেক টেস্টেই তার প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে হয়েছিলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। এবার সেই আশরাফুলই নতুন ভূমিকায় আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আশরাফুলকে নিয়ে কথা বলেন সদ্য পুনরায় টেস্ট দলের অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত।

শান্ত জানান, ছোটবেলায় টেলিভিশনে দেখে আশরাফুলের ব্যাটিং উপভোগ করতেন তারা। তাই ব্যাটিং কোচ হিসেবে তাকে পেয়ে দল উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের কাজে আসবে।’

এদিকে, এতদিন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৩ সালের ৫ নভেম্বর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন এবং ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়ছেন তিনি।

এই প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে মত দেন শান্ত। তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন, সেটা বোর্ড আর তার ব্যাপার। আমার সঙ্গে তার কাজের অভিজ্ঞতা ভালো ছিল। তিনি সব ক্রিকেটারকেই সমানভাবে দেখেছেন। বাইরে যা আলোচনা হচ্ছে, সবই ঠিক নয়।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়