২য় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ


সংবাদের আলো ডেস্ক: সিরিজ জয়ের মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ।
এই ম্যাচেও মিরপুরে থাকছে কালো মাটির স্পিনিং উইকেট। এ কারণে দু’দলের একাদশেই দেখা যেতে পারে বাড়তি স্পিনার।
বাংলাদেশ একাদশে ফিরবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অনুশীলনে কোচ ফিল সিমন্স সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ব্যাটিংকে।
ছোট ব্যাট দিয়ে অনুশীলন করানো হয়েছে ব্যাটারদের। ফুট মুভমেন্ট বাড়াতে আর কোমর বেন্ট করে ডিফেন্স করার অভ্যেস করতে। সেই সাথে কঠিন স্পিনিং কন্ডিশনে মিডল ওভারে রান পেতে সিঙ্গেলস ও ডাবলস বের করার অনুশীলনও করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।