সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরায়েলি হামলার পরও যুদ্ধবিরতি কার্যকর আছে গাজায়, দাবি ট্রাম্পের

সংবাদের আলো ডেস্ক: গাজায় টানা ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটন ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর।

রোববার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের দেখতে হবে কী ঘটছে। আমরা নিশ্চিত হতে চাই যে হামাসের সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণভাবে চলছে।’

তিনি আরও মন্তব্য করেন, ‘তারা (হামাস) কিছুটা অস্থির আচরণ করছে, কিছু গুলি চালিয়েছে। আমরা মনে করি হয়তো নেতৃত্ব নয়, বরং কিছু বিদ্রোহী অংশ এর সঙ্গে জড়িত।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ‘যেভাবেই হোক, বিষয়টি সঠিকভাবে সামলানো হবে—কঠোরভাবে, কিন্তু যথাযথভাবে।’ সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, ‘হ্যাঁ, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।’

অন্যদিকে, গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত ও ২৩০ জন আহত হয়েছেন।

গাজার গণমাধ্যম কার্যালয়ের মতে, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরায়েল অন্তত ৮০টি লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট অবমাননা।

গাজায় চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের শান্তির বার্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রাখলেও বাস্তবে নতুন করে প্রাণহানি ও হামলার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনো নজর রাখছে, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় এবং প্রকৃতপক্ষে তা কতটা কার্যকর থাকে।

সূত্র: সিএনএন নিউজ। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়