শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া

সংবাদের আলো ডেস্ক: পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া এবং খারকিভ অঞ্চলের পিশচান ও টাইখে গ্রামগুলো এখন তাদের দখলে।

রুশ বাহিনী এসব এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান শক্ত করছিল। বিশেষ করে প্রিভিলিয়ায় রুশ সেনারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কয়েকটি গ্রামে এখনো লড়াই চলছে। তবে তারা স্পষ্ট করে বলেনি, এই এলাকাগুলোর কোন কোনটি তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খারকিভের কুপিয়ানস্ক শহরের কাছে পিশচান এবং সীমান্তঘেঁষা টাইখে গ্রামে সফলভাবে প্রবেশ করেছে রুশ বাহিনী।

দনেৎস্ক অঞ্চলে এখনো সবচেয়ে বেশি সংঘর্ষ ঘটছে। তবে রাশিয়া খারকিভ ও দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলেও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, রুশ বাহিনী পিশচানে প্রবেশের চেষ্টা করলেও সাতটি হামলার মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার জানান, রাশিয়ার সীমান্তের কাছে ১৭টি সংঘর্ষ হয়েছে, যার মধ্যে একটি টাইখে গ্রাম।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দাবি করেছেন — রাশিয়ার সেনারা পুরো ফ্রন্ট লাইনে সক্রিয় রয়েছে।

তবে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকসান্ডার সিরস্কি পুতিনের এই মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন, রাশিয়ার প্রধান সামরিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে না, বারবার বদলাতে ও স্থগিত করতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা তাদের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে এবং পরবর্তী পরিকল্পনাগুলোও ব্যর্থ করে চলেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়