শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস কর্মী আটক

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় সক্রিয় হয়ে এলাকায় চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর হাতে আটক হয় জেএসএস (সন্তু) কর্মী মাংলে ম্রো (২৬)। বান্দরবান জেলার থানচি উপজেলার তমা তুঙ্গী ভিউ পয়েন্ট এলাকা থেকে আটক করা হয় তাকে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে আটক হন মাংলে। আটককালে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

মাংলে ম্রো থানচি উপজেলার ৪ নম্বর বলিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিংতে পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মেনতাং ম্রো। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটক মাংলে ম্রো বর্তমানে বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে রয়েছে। সূত্র আরও জানায়, মাংলে ম্রো এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল সেনাবাহিনীর একটি টহল দলের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে আলীকদম থানায় অস্ত্র আইনে মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়। এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

জামিনে মুক্তি পাওয়ার পর মাংলে ম্রো পুনরায় সক্রিয় হয়ে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো এলাকাবাসী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়