সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকায় সোমবার সকালে কর্মবিরতি রেখে তিন মাসের বকেয়া বেতন ও এক বছরের বকেয়া ওভারটাইমের দাবিতে বিক্ষোভ করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কারখানার শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও তাদের সাথে কথা বলতে রাজি হয়নি শ্রমিক প্রতিনিধিরা। কারখানা ও পুলিশ সূত্র জানায় গেল কয়েক মাস ধরে বকেয়া বেতনের দাবিতে দফার দফার আন্দোলন করেছে শ্রমিকরা।

এর আগে একবার বেতনের পরিশোধ করলেও ফের তিন মাসের বকেয়া বেতন পাওনা হয় শ্রমিকদের। কয়েকবার কারখানার কতৃপক্ষের কাছে আবেদন করেও বেতন না পেয়ে সোমবার সকালে নয়টা থেকে মে,আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন সহ গত এক বছরের বকেয়া ওভারটাইম এর দাবিতে কর্মবিরতি রেখে কারখানার ভিতরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি বিক্ষোপ্ত শ্রমিকরা।এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করছেন পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানায় গেল প্রায় সাত মাসের বকেয়া বেতন পাওনা হয় শ্রমিকরা। এর মধ্যে জুন জুলাই পরিশোধ করলেও বকেয়া থেকে যায় তিন মাসের।

এদিকে স্টাফদের ৯ মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। শ্রমিকরা আরো বলেন তিন মাস ধরে বেতন পাইনা। আমাদের সংসার চলে কেমনে। দোকানদাররা আমাদের বাকি দিতে চাচ্ছে না বাড়িওয়ালা বাসা বাড়ার জন্য বারবার তাগিদা দিচ্ছে। বেতন না দিলে আমরা চলবো কেমনে। কারখানার এডমিন অফিসার মোশাররফ হোসেন জানান শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২২ অক্টোবরের মধ্যে পরিশোধ করা হবে। কিন্তু শ্রমিকরা তা মানছেন না।তারা আজকের মধ্যেই বেতন চাচ্ছে। কিন্তু কারখানার অর্থনৈতিক ফান্ডে এই মুহূর্তে এত টাকা নেই।  শিল্প পুলিশের কাশিমপুর জোনের ওসি আকবর হোসেন বলেন সকাল থেকে বকে বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। আমরা অনেকবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কথা বলতে রাজি হচ্ছে না আমরা আবারো চেষ্টা চালাচ্ছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়