চ্যাম্পিয়নশিপ ফুটবলের সুপার-৩২ এ জয়ী নেত্রকোনা জেলা টিম


নেত্রকোনা প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সুপার ৩২ পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়।
বুধবার বিকেলে শত শত দর্শকের উপস্থিতিতে নেত্রকোনা শহরের সাতপাই আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নেত্রকোনা ও জামালপুর জেলা দল।
খেলা টানটান উত্তেজনার শুরুর ১৬ মিনিটে প্রথম গোল করেন নেত্রকোনার বিজয়, আর দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কামরুল, বিজয় ও কামরুলের গোলে ২-০ তে এগিয়ে যায় নেত্রকোনা জেলা দল কিন্তু পূর্বে জামালপুর জেলা দল তাদের নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে থাকায়। ফিরতি লীগে দুই দলই সমান ব্যবধানে জেতায় মূল খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে ৪–২ গোলে জামালপুরকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় নেত্রকোনা জেলা দল।
খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন নেত্রকোনার গোলকিপার আসিফ। এই জয়ের মাধ্যমে নেত্রকোনা জেলা দল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সুপার-১৬ পর্বে উঠেছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে দশ হাজার টাকা প্রাইজ মানি পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাফিকুজ্জামান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।