মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকা-নেত্রকোনা মহাসড়কে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে

নেত্রকোনা প্রতিনিধি: ময়মনসিংহে মালিক শ্রমিক ফেডারেশনের অনিদৃষ্টকালের ধর্মঘট চলায় নেত্রকোনা থেকে ঢাকাগামী দূরপাল্লার সকল যাত্রী পরিবহনকারী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা ঢাকা ও গাজীপুর গামী যাত্রীরা। ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল ববন্ধ ঘোষণা করে ঢাকা পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশন। আজ রবিবার সকাল থেকে নেত্রকোনা আন্ত:জেলা বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন নিন্ম আয়ের চাকরিজীবিরা পড়েছেন বেশি বিপাকে।

অনেকেই কিছু বাড়তি টাকা লাগলেও সিএনজি পিকাপে করে জীবনের ঝুঁকি নিয়্র যাচ্ছেন। অনেকই যাবে কি না এই বিপাকে পড়েছেন। সড়কের ওপর গিয়ে আবার আটকা পড়বেন কিনা এ নিয়েও পড়েছেন সংশয়ে। এদিকে সিএনজি পিক আপ প্রাইভেট কারে করে যারা নিচ্ছন তারা বলছেন মানুষের যাতায়াতে তারা অল্প ভাড়া নিয়েই সহযোগিতা করছেন। যাত্রীদের দাবী হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ ঘোষণা করায় সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। আর শ্রমিকদের দাবী ময়মনসিংহ সমস্যা নিরসন হলে তাদের ঐ রুটে বাস চলাচলের কোনো বাঁধা নেই। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়