জুলাই যোদ্ধা রাব্বির বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ


মানিকগঞ্জ প্রতিনিধি: টাকার বিনিময়ে আ’লীগ নেতাদের জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতির জন্য আদালতে হলফনামা দাখিল করেছে মানিকগঞ্জের জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি।তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পেটুয়া পুলিশবাহিনী ও ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়েছেন তিনি এখনো শরীরে অর্ধশতাধিক রাবার বুলেট বহন করে বেড়াচ্ছেন।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহীদ রফিক সড়কের পৌর বিপনীতে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যক তথ্য উত্থাপন করা৷ হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার ও যুগ্ন সমন্বয়কার অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে উল্লেখ কহয়, সাদিকুল ইসলাম রাব্বি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৫ (১২) ২৫ নং মামলার এজাহারকারী। তিনি ওই মামলার ৯৯ নং এজাহার নামীয় আসামি সৌমিত্র সরকার মনা এবং অপর আসামি সদর থানার চান্দইর গ্রামের মোহাম্মদ বেলায়েত হোসেনের পুত্র মোহাম্মদ মাসুদ রহমানসহ আওয়ামী লীগের ৮ আসামিকে টাকার বিনিময় জামিনে মুক্ত করার জন্য বিজ্ঞ আদালতে হলফনামা দাখিল করেন। হলফনামায় (ঘোষণাপত্র) সাদিকুল ইসলাম রাব্বি উল্লেখ করেন, ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানকারী আইনের ৩ (ক) ধারায় দায়ের করা মামলায় আসামিরা জড়িত নয়। অত্র মামলা থকে আসামীরা জামিনে মুক্তি পেলে আমার কোন আপত্তি নাই। এক প্রশ্নের জবাবে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার বলেন, রাব্বি নিজেই বিস্ফোরক মামলার আসামিদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। অথচ, এনসিপি নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।