লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার


নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে চলছে জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম। বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে প্রশংসা কুড়াচ্ছেন দলের নেতাকর্মীরা। শনিবার (১১ অক্টোবর) আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বাজার থেকে কশাতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কার করেন যুবদল নেতাকর্মীরা। উপজেলা সদরে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।
বর্ষায় বড় বড় গর্তে পরিণত হওয়ায় সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ইটের খোয়া, বালু ও মাটি ফেলে রাস্তা সংস্কার করেন। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে বলে জানান স্থানীয়রা। মহিষখোচা এলাকার আলীমুল ইসলাম বলেন, “এই সড়ক দিয়ে রিকশা-ভ্যান চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। যুবদলের উদ্যোগে সংস্কার হওয়ায় এখন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারছে। কশাতলা এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, “ভারী যানবাহনের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
যুবদলের তরুণরা শ্রম দিয়ে সংস্কার করায় এখন যাতায়াতে কোনো সমস্যা নেই।” স্কুলছাত্রী সালমা খাতুন ও ছাত্র শিহাব বলেন, “এটাই আমাদের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। বর্ষায় হাঁটা-চলাও সম্ভব হতো না। এখন সহজেই যাওয়া যায়। আদিতমারী উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল বান্না জানান, জেলা যুবদলের নির্দেশনায় তারা এই কাজ করেছেন। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলের নিজস্ব অর্থায়নে জেলার ২৭টি সড়ক সংস্কারের কাজ চলছে। মাসব্যাপী এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ম সদস্য সচিব আনু বাক্কারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি উদ্যোগে সড়ক সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। যুবদলের উদ্যোগে সংস্কার হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।