সিরাজগঞ্জ মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাত গ্রেপ্তার


উজ্জ্বল অধিকারী: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিরাজগঞ্জ মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, লুণ্ঠিত মোবাইলফোন ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়৷ ভাইরাল ভিডিও’র সূত্র ধরে ও যমুনা সেতু পশ্চিম থানায় পুলিশের করা মামলার ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিম একাধিক জায়গায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পুলিশ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তারা হলেনঃ মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) এবং মো. বাবু (৩৫)।
উক্ত অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২২ হাজার ৫০০ টাকা, লুণ্ঠিত তিনটি মোবাইলফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি রামদা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মহাসড়কে ডাকাতি করাই তাদের মূল পেশা।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, আমরা একাধিক অভিযান পরিচালনা করে ৭জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।
উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মোঃ রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।