মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফারহান-রউফের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানালো বিসিসিআই

সংবাদের আলো ডেস্ক: খেলার মাঠে আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের জন্য পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক ইমেইল বার্তায় আইসিসির কাছে বিসিসিআই অভিযোগ পাঠায় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচে ব্যাটিংয়ের সময় নিজের অর্ধশতক পূর্ণ করার পর গান সেলিব্রেশনে মেতে ওঠেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। এরপর ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের পাশে ভারতীয় দর্শকদের স্লেজিংয়ের শিকার হন পেসার হারিস রউফ। এর উত্তরে তিনি ভারতীয় সমর্থকদের দিকে আঙ্গুল দিয়ে ৬-০ দেখান। ‘অপারেশন সিন্দুরে’র সময় ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে, রউফ সম্ভবত সেই ঘটনার ইঙ্গিত দেন।

এমন কাণ্ডের পর ভারতীয় মিডিয়ায় বিতর্ক শুরু হলে আইসিসির কাছে নালিশ জানায় বিসিসিআই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়