মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানের সুয়ালকের ইটভাটা থেকে অপহৃত ২ শ্রমিক মুক্ত

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সুয়ালকের একটি ইটভাটা থেকে অপহৃত ২ শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহৃতরা হলেন-তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫)। বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কানাপাড়া এলাকার গহীন জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকার এএইচএন ইটভাটার শ্রমিক।

বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এএইচএন ইটভাটার মালিক আবদুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ৪ সেপ্টেম্বর রাতে অস্ত্র উঁচিয়ে তপন দাশ ও জয় নাথকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা। এ ঘটনার পর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু কোনোভাবেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে অপহৃতরা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়