কাজিপুরে শিক্ষকের বাড়িতে চুরি- খোয়া গেছে সরকারি ল্যাপটবসহ অন্যান্য সামগ্রি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামে এক শিক্ষকের বাড়ির ঘরের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় দৃর্বত্তরা ঘরে ঢুকে ড্রয়ারে রাখা সরকারি ল্যাপটব, প্রজেক্টর, মনিটরসহ বিদ্যালয়ের কাজের জন্যে রাখা কেবলসহ সোনা, রুপার গহনা, নগদ টাকা নিয়ে গেছে। এসময় ওই বাড়িতে কেউ ছিলো না।
এই ঘটনায় শনিবার বিকেলে ক্ষতিগ্রস্থ শিক্ষক রবিউল হাসান নান্নু কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঘর তালা দিয়ে ওই শিক্ষক ঢাকায় যান। শনিবার সকালে তার প্রতিবেশীর ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাড়ি আসেন।
দুর্বৃত্তরা ঘরের চারটি রুমের তালা ভেঙ্গে জিনিসপত্র তছনছ করেছে। এসময় তিনভরি সোনার গহনা, চার ভরি রূপার গহনা, বিদ্যালয়ের জন্যে সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস থেকে প্রদান করা একটি ল্যাপটব, একটি প্রজেক্টর, একটি মনিটর, বিদ্যালয়ের কাজের জন্যে ঘরে রাখা বিআরবি কেবল ও একটি সিঙ্গার সেলাই মেশিনসহ নগদ পঞ্চাশ হাজার টাকাসহ ওই শিক্ষকের মোট সাড়ে পাঁচলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ওই শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিকেলেই ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে। বিশদ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।