শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

সংবাদের আলো ডেস্ক: ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে আনন্দের জোয়ারে ভাসান পেসার মোহাম্মদ সিরাজ। তার করা অনেকটা ইয়ার্কার লেন্থের বল লেগ সাইডে খেলতে গিয়ে অ্যাটকিনসনের স্টাম্প ছত্রভঙ্গ। সিরাজ উদ্‌যাপন করলেন রোনালদোর ‘সিউ’ স্টাইলে, ওভালের গ্যালারি করতালিতে ভরে উঠল।

এর আগে ইংল্যান্ডকে সামনে ৩৭৪ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় ভারত। বোলিং এ নেমে শুরুটাও বেশ দারুণ করে ভারতীয়রা। তৃতীয় দিনের শেষ সময়ে জ্যাক ক্রলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ।

এরপর চতুর্থ দিনে ঘুরে দাঁড়াই ইংল্যান্ড। বিশেষ করে জো রুট এবং হ্যারি ব্রুকের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ভারতীয় বোলারা দিশেহারা হয়ে পড়ে।

তবে ইংল্যান্ড সেই সুযোগ পেত না যদি ইনিংসের ৩৫তম ওভারে এই সিরাজই ভুলটা না করতেন। চতুর্থ দিন লাঞ্চ বিরতির ঠিক আগে ব্রুকের সহজ ক্যাচকে ছক্কা বানিয়ে দেন সিরাজ। তখন ১৯ রানে অপরাজিত ব্রুক সেই ইনিংসকে টেনে নিয়ে যান ১১১ পর্যন্ত। সেই ভুলই সিরাজের গলার কাঁটা হয়ে ছিল। বলেছিলেন, ঘুম হয়নি রাতে।

এই ম্যাচে ভারত হারলে প্রধান খলনায়ক হতেন সিরাজই। ফলে আজ ওভাল টেস্টের পঞ্চম দিন ছিল তার জন্য শাপমোচনের দিন। আর তিনি তা করেও দেখিয়েছেন। বল হাতে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে প্রধান কারিগর সিরাজ। পুরো সিরিজেই তাঁর ছিল দাপট। ৫ টেস্টে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন তিনি।

ম্যাচ শেষে ধারাভাষ্যকার দীনেশ কার্তিককে সিরাজ বললেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে বিশ্বাস হয়েছিল—হ্যাঁ, এটা পারব। ফোনের ওয়ালপেপারে “বিলিভ” লেখা একটা ছবি রেখেছিলাম। সেটাই চোখে ভাসছিল।’

কার্তিকের প্রশ্নে আরও জানালেন, ‘ব্রুকের ক্যাচটা ছক্কা হয়ে যাবে ভাবিনি। এরপরই ও টি–টোয়েন্টি মেজাজে ব্যাট করছিল। তখনই বুঝেছিলাম, ম্যাচ ঘুরে গেছে।’

একটু পরে পুরস্কার বিতরণীতে বললেন, ‘লর্ডসে ভেঙে পড়েছিলাম। জাড্ডু ভাই (রবীন্দ্র জাদেজা) বলেছিলেন, বাবাকে স্মরণ করো, নিজের ওপর আস্থা রাখো। সেটাই করেছি।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়