বান্দরবানে অপহৃত প্রবাসীর শিশু উদ্ধার, গ্রেফতার ১
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সৌদি প্রবাসীর সাত বছরের শিশু সন্তানকে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুহুল আমিন (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১ আগস্ট) রাতে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
অপহৃত শিশুর নাম বাপ্পি (৭)। সে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে।
গ্রেফতার রুহুল আমিন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৌঘাটা এলাকার মো. হাসেমের ছেলে।
পুলিশ জানায়, ৩০ জুলাই রাতে বাইশারীর রাঙ্গাঝিরি এলাকায় প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে তার স্ত্রী শাহেদা বেগম ১১ বছর বয়সী কন্যা এবং সাত বছরের ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। ওইদিন রাত ১০টার দিকে ৫-৬ জন অজ্ঞাতনামা অপহরণকারী ঘরের ঢেউটিনের দরজা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে এবং শিশু বাপ্পিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা শাহেদা বেগমের মোবাইলে ফোন করে শিশুকে প্রাণে মারার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পরপরই বান্দরবানের পুলিশ সুপারের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা এবং কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল অভিযানে নামে। অভিযান চালিয়ে পাহাড়ি দুর্গম এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবদুল করিম জানান, অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপহরণের ঘটনায় মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।