বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

সংবাদের আলো ডেস্ক: রাশিয়ায় পূর্বাঞ্চলে অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির আঞ্চলিক গভর্নর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি সাইবেরি ভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

তিনি টেলিগ্রামে লিখেন, প্লেনটি খুঁজে বের করার জন্য সব ধরনের প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানায়, বিমানে থাকা মানুষের সংখ্যা ৪০ জনের মতো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়