গোপালগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি


মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী উল্লিখিত সময় ও স্থানে যে কোনো ধরণের সভা, মিছিল, সমাবেশ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, মাইকিংসহ জনশান্তির বিঘ্ন সৃষ্টি হয় এমন কোন কাজ এবং একসঙ্গে চারজনের অধিক ব্যক্তি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তবে, পরীক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সরকারি অফিসসমূহ এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে।
শনিবার রাতে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন। রাত সোয়া ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জেলার সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।