মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্ব নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

সংবাদের আলো ডেস্ক: সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে।

সবশেষ গত ১ জুলাই এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ায় বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৬ জুলাই) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।

তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর মোট ৪১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, আর কমেছে মাত্র ১৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দর আগের মতোই রয়েছে। বর্তমানে বাজারে: ২২ ক্যারেট রুপা: ২ হাজার ৮১১ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট রুপা: ২ হাজার ৬৮৩ টাকা (প্রতি ভরি), ১৮ ক্যারেট রুপা: ২ হাজার ২৯৮ টাকা (প্রতি ভরি) এবং সনাতন পদ্ধতির রুপা: ১,৭২৬ টাকা (প্রতি ভরি)।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়