মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে অটোরিকশা চাপায় এক শিশু নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় শুভ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

শনিবার (২১ জুন) রাত ৮ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা  ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে শুভ মিয়া। সে 

শনিবার সন্ধার দিকে বাড়ীর পাশে দোকানে থেকে চিস ক্রয় করে রাস্তা পারাপার হয়ে বাড়ীতে ফিরছিলো। এসময় বামুনজানি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । ময়মনসিংহ নেওয়ার পথে  উপজেলার ভাটারা এলাকায় শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) সাংবাদিকদের জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়