সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সংবাদের আলো ডেস্ক: লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে এই অনুরোধে সাড়া দেননি স্টারমার। এমনটাই জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার আমলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরত আনার বিষয়ে ব্রিটেনের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইউনূস। তার মতে, এসব অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যেই আছে। বৃটেনের ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘এটা বৃটেনের নৈতিক দায়িত্ব—এই টাকাগুলো উদ্ধারে সহযোগিতা করা। কারণ এর বেশিরভাগই তাদের দেশেই রয়েছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে তিনি আশা করছেন স্টারমার এই উদ্যোগে সমর্থন দেবেন।

ড. ইউনূস আরও মন্তব্য করেন, ‘এই অর্থ চুরি হয়েছে, এটি দেশের জনগণের সম্পদ।’

এদিকে যুক্তরাজ্য সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কিয়ার স্টারমারের ড. ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা আপাতত নেই। এ বিষয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছুক।

তবে প্রধান উপদেষ্টা জানান, এরই মধ্যে যুক্তরাজ্য কিছু ক্ষেত্রে সহায়তা করছে। তার মতে, বাংলাদেশকে অর্থ উদ্ধারে সহায়তা করাটা শুধু নৈতিক নয়, আইনগত দিক থেকেও যুক্তরাজ্যের দায়িত্ব।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়