শেরপুরে পৃথক অভিযানে ভারতীয় জিরা ও ইয়াবাসহ তিনজন আটক


জাহিদুল খান সৌরভ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাই জিরা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ২৪০ কেজি জিরা ও ২৭ পিস ইয়াবা। আজ বুধবার (১৪ মে) দুপুর ২ টায় সাংবাদিকদের এসব তথ্য জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে উপজেলার বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত- সোহেল রানা (২২), হালুয়াঘাটের গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
অন্যদিকে, গেল রাতে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা জব্দ করে। আটককৃত- মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের ছেলে ও আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের ছেলে।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, উভয় ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।