বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুর উপজেলা হিসাবরক্ষণ অফিস  এ সিএজি’ কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সেবা কার্যক্রম

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী (১২-১৫ মে) বিশেষ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সোমবার (১২মে) দুপুরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেবা কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সেবা প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় এক সরকারি  কর্মকর্তার হাতে জিপিএফ চূড়ান্ত বিল বাবদ একটি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যা উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, অডিটর তাপস সূত্রধর, জুনিয়র অডিটর অলি সাহা, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. সোয়েব খান এবং অন্যান্য সেবা গ্রহীতা গণ

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “জনসেবার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এ বিশেষ আয়োজনের মাধ্যমে সেবার গুণগত মান বৃদ্ধিতে কাজ করছি।”

এ সময় স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, পেনশনভোগী ও সাধারণ সেবাপ্রত্যাশীরা সেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়