বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “খেলাধুলায় গড়বে দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ”—এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

বুধবার (১৪ মে) বিকাল ৪টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে উপজেলা প্রশাসন এবং আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্টটি পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: মিজানুর রহমান লাভলু এর সঞ্চালনায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. এ ছালাম।

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ—মো: জাহিদ হাসান জাহিদ, মো: এরশাদ মিয়া, মো: রাজিব খান, মো: জনি আহম্মেদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। খেলোয়াড়দের মাঝে ছিল চরম উদ্দীপনা।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এই আয়োজন করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়