বিএসএফ’র পুশইন, আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি


সংবাদের আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএসএফ’র পুশইন ঠেকাতে ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছে বিজিবি।
রোববার (১১ মে) সকাল ১১টায় উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সিএনজি স্ট্যান্ডে, সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া সীমান্তপথে ভারতীয় বিএসএফের পুশইন ইস্যু ছাড়াও, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা মূলক নানা বিষয় আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন, ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন বলেন, বিএসএফ’র পুশইন ঠেকাতে আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিজিবি। সেইসাথে সীমান্ত পরিস্থিতির উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।